।সব মশলাই বাদ।
কালে কালে ক্রমে হয়েছি বৃদ্ধ
নাচিতে পারি না আর;
মুখে নিয়ে হাসি
বাজাইছে বাঁশি
মায়াবিনী সংসার!
চপ-কাটলেট খাইতে পারি না,
চিবোতে পারি না পান,
ভ্রমর-ভ্রমরি
যায় গুঞ্জরি;
গলাতে আসে না গান।
কম শুনি কানে, সুর ভুলি গানে
হাঁটুতে ধরেছে বাত;
বুঝেছি সদ্য
হয়েছি বৃদ্ধ--
সব মশলাই বাদ!
অরি মিত্র