।রিমেডি।
মুখের কথাই ‘বেদবাক্য’,--
বলেন যদি রায়বাবু
সত্যিকথা বললে উপেন
বেজায় চটেন তায় বাবু।
তারিখগুলি গুলিয়ে যায়
ইতিহাসের লেকচারে
কিন্তু সে সব ধরিয়ে দিলে
ফাটিয়ে দেন চিৎকারে।
তত্ত্বকথা বলেন যেটা
সবটাই তাঁর নির্মিত
শুনতে হলে আধ-ঘণ্টা
খাবেই তুমি ভিরমি তো।
একটা উপায় বলছি শোনো
শুনতে হলে ভাষণ তাঁর–
কান-দুখানা বন্ধ রেখো
চোখ-দুখানা নির্বিকার।
।অরি মিত্র।