।রংমহল।

রং চাই ঢং চাই
জমাটিয়া রঙ্গ
মিহিদানা, মালপোর
ঠিকানাটা বঙ্গ।
লাল, সাদা বিলাইতি
পেয়ে গেলে মাগনায়
মাটির ভাঁড়েতে ঢেলে
খায় মামা-ভাগনায়।
গৌরী সেনের টাকা
কিংবা সুদীপ্ত-র
চুপচাপ সটকালে
লোকে কেন বলে চোর!
ফুলে ফুলে ঢলে ঢলে
কেটে যায় দিনটা
তালে তালে নাচানাচি
তা ধিন তা ধিন তা!

।অরি মিত্র।