রাঁচিয়ান*
ওর মাথাটা খারাপ
ঘরে বাঁধে ও মেরাপ!
ও কি ভেঙেছে অনেক মই?
না কি মেরেছে অনেক দই?
না, না-- পড়েছে অনেক বই
বসে ভেজেছে অনেক খই--
তাই মাথাটা খারাপ
ঘরে বাঁধে ও মেরাপ!
*রাঁচির নাম শুনলে সবার পাগলাগারদের কথা মনে আসে। 'রাঁচিয়ান' শব্দটা ওই অনুষঙ্গে বানানো হয়েছে।