নিজের মুখে ঝাল
রাজা খায়নি কত কাল;
যা শুনছে তাই গিলছে
দিচ্ছে গালাগাল!  

রানিরও সেই হাল
সে চুটিয়ে দেয় গাল;
তার মুখের কথাই আইন,
বলতে হবে: ফাইন!
'না' বললেই  কাল,
পুড়বে ঘরের চাল!