রজনীগন্ধা রাতে কেন ফোটে
সে কথা জানে না বকুল।
ঘাসের আগায় কেন সকালে শিশির
সে কথা জানে না পারুল।
রাতের তারা কেন দিনে ম্রিয়মান
সে কথা জানে না অতসী।
মৌটুসি পাখি সে কি জানে
চাঁদের নাম কেন হল শশী!