।রাজা ও কবি।
রাজা বললেন, ‘তফাৎ যাও,’
ভাঁড় বলল, ‘কত দূর?’
রাজা বললেন,‘চোখের আড়াল,’
ভাঁড় বলল, 'তথাস্তু!’
রাজা বললেন, ‘কবি,
দু-চোখ বাঁধো জোরে,’
কবি বললেন, ‘চোখ বাঁধলে
দেখব কেমন করে?’
রাজা বললেন, ‘কবি
প্রিয়ং শুধু বদ,
খাও-দাও আর নাচা করো
থাকো বশংবদ।‘
(এই রাজাটার মন্দ বরাত
তেমন কবি দেখেননি,
তাঁর সভাসদ কবিরা কেউ
সত্যি কথা লেখেননি।)
রাজা বললেন, ‘চোপ!’
কবি বললেন, ‘না,’
গরগরিয়ে রানি বললেন,
‘দূর হয়ে তুই যা!’
সেদিন থেকে কবির
পথের মাঝে ঘর,
সেদিন থেকে কবির
প্রতিবাদী স্বর!
অরি মিত্র