দিন আসে দিন যায় কালের নিয়মে
সমুদ্রের ঢেউ ওঠে ঢেউ ভেঙে যায়
নরনারী বেঁচে থাকে অভ্যাসের বশে
কে পড়েছে দেওয়ালের লেখা ঠিকঠাক!
ফুলের গন্ধে মাতে আকাশ-বাতাস
মুখরা পাখির গানে ঘুম ভেঙে যায়
চাঁদ ওঠে চাঁদ ডোবে ঘড়ির কাঁটায়
প্রতিদিন ফিরে আসে তারা-ভরা রাত!
হাইটেক নরনারী ক্লান্ত হতে হতে
একদিন জীবনের গান ভুলে যায়!