।প্রজাপতি।

হায় নীল প্রজাপতি, কালবেলা
কেড়ে নিল তোর সব রঙ!
তবু তুই উড়ে উড়ে ফিরে
পেতে চাস ফের বসন্তের মাস!
বসন্ত দু-দিনের; ধৈর্য ধরে বাঁচ--
পেয়ে যাবি একদিন অরূপরতন।

অরি মিত্র