পারি পারি, উঠতে পারি
বসতে পারি।
নরম মাটি রোজ দু-বেলা
চষতে পারি।
দুবলা লোকের সঙ্গে পাঞ্জা
কষতে পারি।
সাহেবসুবোর সামনে দু-হাত
ঘষতে পারি।
সুযোগ বুঝে পাতার মতো
খসতে পারি!