।নাথুরাম গডসে।

গুলি করে ডানদিকে
মেরেছিল গান্ধীকে
            নাথুরাম গডসে,
তবু কিছু পাণ্ডায়
লিখে দিল ঝান্ডায়–
            নাথুরাম গডসে,
            ছিল এক 'গড' সে।


অরি মিত্র