নজর রাখছি সব কিছুতে
নজর রাখছি মুন্ডু লেজে
নজর রাখছি কোন বেয়াদব
ঘুরছে পাশে বন্ধু সেজে!
নজর রাখছি পাহাড় চুড়োয়
নজর রাখছি নদীর জলে
নজর রাখছি গোঁফের ফাঁকে
নজর রাখছি বাবরি চুলে!
নজর রাখছি সকাল সন্ধে
নজর রাখছি রাত দুপুরে
নজর রাখছি কোন্ দুশমন
আছে কোথায় ঘাপটি মেরে!
নজর রাখছি কে আমাকে
সুযোগ বুঝে লেঙ্গি মারে
নজর রাখছি কে যে কোথায়
যখন তখন ভিড়তে পারে!