।নবনীতা দেব সেন।
হাসতে হাসতে চলে গেছেন
অনেক অনেক দূরে,
আবার যদি ভালোবেসে
আসেন তিনি ঘুরে!
ওঠেন যদি সিঁড়ি বেয়ে
'ভালো-বাসা'-র ঘরে,
আমাদের এই ভালোবাসার
কলকাতা শহরে।
সবার মিতা নবনীতা
শ্রীমতি দেব সেন,
তারার দেশে গিয়েও তিনি
হেসেই চলেছেন!
অরি মিত্র