।মৃণাল সেন।

মাটির ওপর পা-দুখানি,
আকাশ-ছোঁয়া মাথা--
সারাজীবন শুনিয়ে গেলে
মরণজয়ী গাথা!

'নীল আকাশের নীচে' তোমার
নীরব অভিজ্ঞান,
নিজের মতে, নিজের পথে
বিজয় অভিযান।

অটল ছিলে কথায় এবং  
প্রতিদিনের কাজে;
ভুঁইফোড়েরা তোমায় দেখে
মুখ লুকাতো লাজে!

তোমার শোকে সারাটা দিন
কাঁদছিল কলকাতা;--
মাটির ওপর পা-দুখানি,
আকাশ-ছোঁয়া মাথা।


অরি মিত্র