।মন চায়।

মন চায় হারিয়ে যেতে
গোপনে তোমার কাছে
আর সব জানিয়ে যেতে
যা-কিছু গোপন আছে।

পারি কই হারিয়ে যেতে
গোপনে তোমার কাছে!
পারি কই জানিয়ে যেতে
যা-কিছু গোপন আছে!

বলো গো চন্দ্রবালা
তুমিও আমার মতো
গেঁথেছ অনেক মালা
ফেলেছ অশ্রু কত!


অরি মিত্র