মেয়ে তুই দুর্গা হয়ে যা
মেয়ে তুই অস্ত্র হাতে ধর
মেয়ে তুই যেথায় খুশি যা
বেহায়া লোককে শাসন কর!
মেয়ে তুই শুভব্রতা নারী
সচেতন স্বাধীন পরম্পরা
মেয়ে তুই জ্ঞানের তরবারি
মেয়ে তুই হবি স্বয়ম্বরা।
মেয়ে তুই বাংলাদেশের বধূ
মেয়ে তুই স্নেহপ্রবণ মা
মেয়ে তোর কথায় ঝরুক মধু
মেয়ে তুই দুর্গা হয়ে যা ।