।ময়নামাসি।
ময়নামাসি ময়লা মাসি
জামাকাপড় ভালো না
মাথার চুলে উকুন চরে
গায়ের রঙটা আলো না!
ময়নামাসি লোকের বাড়ি
কাজ করে যা পায়
কষ্টেসৃষ্টে তাই দিয়ে সে
পাঁচটা পেট চালায়!
ময়নামাসির মাতাল স্বামী
কাজ করে না কোনও
ময়নামাসির খোঁজ নেয় না
নিজের আপনজনও!
ময়নামাসি ময়লা মাসি
রোজগার তার ভালো না
ময়নামাসি বুড়ি হচ্ছে
চুলের রঙ আর কালো না!
অরি মিত্র