।মারাদোনা।
আগ্রাসী তুমি ফুটবল আঙিনায়
অভিমানী তুমি নিজের দরদালানে
কমিটেড থাকা সেটাও তোমার দায়
দেশবাসী জানে ওই কথাটার মানে।
ফুটবলে তুমি স্বপ্নের সদাগর
স্বপে তোমার মানুষের জয়গান
চির জাগরুক অতীতের কুঁড়েঘর
রক্তে তোমার চে গেভারা তোলে বান।
ফিদেল কাস্ত্রো সজোরে দিলেন নাড়া
কোনোদিন সেটা করোনি অস্বীকার
চেতনার ডাকে সতত দিয়েছ সাড়া
লাল সূর্যটা তোমার অঙ্গীকার।
ফুটবলে তুমি স্বপ্নের কারিগর
নিখিল বিশ্ব দিয়েগো তোমার ঘর।
অরি মিত্র