খুড়োর যেমন খুড়ি থাকে
বুড়োর থাকে বুড়ি,
পাগলা আর পাগলি মিলে
অদ্বিতীয় জুড়ি!

পাগলা বলে : আমিই বড়ো,
পাগলি বলে : আমি;
পাগলা বলে : আমার কথা
সকল কথার দামি।

পাগলি বলে : তোমার আমার
তফাত কিছু নাই,
তুমিও বড়ো আমিও বড়ো
তাই তাই তাই!