।লোকলৌকিক।

এখন আমি আর কোনও কিছুতেই
অবাক হই না।
খুব চেনা কেউ যদি রাস্তায় মুখ
ঘুরিয়ে নেয়-- অবাক হই না।
আবার, অচেনা কেউ রাস্তায় পিঠ
চাপড়ে দিলেও অবাক হই না।

বুঝলে সনাতন,
এখন অবাক হওয়ার সময় নয়!


অরি মিত্র