।লিমেরিক।

হাসপাতাল-এ হ্রস্ব 'ই'-কার লাগিয়ে ভাবে আন্নাকালী,
হাসপাতালটা এতদিনে হয়ে গেল হাসপাতালই।
          অবস্থাটা কিন্তু তাতে
          পালটাল না দিনেরাতে;
চতুর্দিকে নোংরা এবং হৈ হট্টগোল ঠেলাঠেলি!


অরি মিত্র