।লিমেরিক।

বৈশাখী মেঘ দৌড়ে বেড়ায় হাওড়া থেকে উত্তরে,
সাঁতরাগাছির জীবন লাহা পড়ল তাতে চক্করে!
           মেঘগুলো যেই সাঁতার কাটে,
           জীবন লাহা রাস্তা হাঁটে;
হঠাৎ করে ছাতাটা তার উড়েই গেল ফস করে!


অরি মিত্র