।লিমেরিক।

নাম যদিও কালোবরণ, রঙটি দাদুর ফর্সা,
হাঁচির চোটে গ্রীষ্মকালেই নামিয়ে দেন বর্ষা!
         নাকদুটিতে বান ডেকে যায়,
         তাইনা দেখে ব্যাঙ ডেকে যায়;
পিসির বাড়ি যেতে ঠামার ছাতাখানাই ভরসা!


অরি মিত্র