।লিমেরিক।

গোপাদির টোপা কুল খেয়ে
সুর উঠেছিল গলা বেয়ে।
   সেই সুর শুনে রেগে
   শিং তুলে তির বেগে
বেপাড়ার ষাঁড় এল ধেয়ে!


অরি মিত্র