।লিমেরিক।

রুদ্রপ্রতাপ খোট্টা
গায়ে এমন জোট্টা;
    এক ঘুসিতে
    গেল টেঁসে
ধুমসো মতন চোট্টা!


।অরি মিত্র।