।লেখা নেই তাতে।
সপ্তাহে এক দিন ফোন করা যাবে
চিঠি দেওয়া যাবে নাকো ডাকে
এসএমএস একেবারে মানা
ওতে নাকি ভালোবাসা থাকে।
তবে ফোন প্রতিদিনই আসে
সকালে, বিকালে আর রাতে
এসএমএস আসে না কখনও
ওতে নাকি ভালোবাসা থাকে।
সেই ভালো, এই মতো থাকা
ফোন এলে অফুরান কথা
দেখা হয়ে যায় মাঝেমাঝে--
ভালোবাসা লেখা নেই তাতে!