কোনো এক মানুষীর তরে
কোনো এক মানুষের প্রাণ
যখন উতলা হয় করে আনচান,
তখন হৃদয়ে কত লেখা হয় গান
                            লেখা হয় গান!
                                                          

কোনো এক মানুষের তরে
কোনো এক মানুষীর প্রাণ
যখন উতলা হয় করে আনচান,
তখনো হৃদয়ে কত লেখা হয় গান
                             লেখা হয় গান!