কবি কি বাচাল কেউ?
কবি কোনো সঙ না কি ভাঁড়?
কবি কি রাস্তার মোড়ে জমাতে রগড়
আবোলতাবোল বকে যান!
কবিরা কি কর্তাভজা?
সভাকবি হতে তাঁর সাধ?
কবিরা তেমন হলে, নির্ঘাত
ঘটেছে প্রমাদ!
কবি মগ্ন সত্যদ্রষ্টা,
কবিরা নির্ভীক;
নইলে বৃথা কাব্য-চেষ্টা
ধিক, শত ধিক!