কিছু দুঃখ ভাগ করা যায়
কিছু দুঃখ থেকে যায় নিজস্ব একার
কিছু সুর চেয়ে নেওয়া চলে
কিছু সুর রয়ে যায় দূর নীলিমায়।
কিছু সাধ পূর্ণ হয়
কিছু সাধ চেপে যাওয়া ভালো
কিছু কষ্ট নিরেট আঁধার
কিছু কষ্টে জ্বলে শুভ্র আলো।
কিছু দিন সুখে কাটে
কিছু দিন চোখ ভরে জলে
কিছু স্মৃতি থেকে যায়
কিছু স্মৃতি হারায় অতলে।
কিছু ছন্দ গানে আসে
কিছু ছন্দ শূন্য মাঠে করে হাহাকার
কিছু দুঃখ ভাগ করা যায়
কিছু দুঃখ থেকে যায় নিজস্ব একার।