।খোকা আয় খুকু আয়।
আমি থাকি গড়িয়ায়
তোরাও এখানে আয়
চালাঘর গড়ি আয়।
আমি থাকি আমডাঙা
থোকা থোকা আম রাঙা
পেকে আছে কামরাঙা।
আমি থাকি শিলিগুড়ি
সাদা মেঘ যায় উড়ি
মন তাতে উড়িউড়ি!
আমি থাকি চাকদায়
শিয়ালদা থেকে প্রায়
সত্তর কিমি আয়।
আমি থাকি ফুলিয়ায়
খোকা আয় খুকু আয়
একসাথে দুলি আয়।
অরি মিত্র