।খেজুর রস।

খেজুর গাছের হাঁড়ি
সকাল সকাল না নামালে
রোদ লেগে হয় তাড়ি--
যে খায় তার হুঁশ থাকে না
কোনদিকে ঘর-বাড়ি!
শীতের খেজুর রস
খাব গেলাস দশ
তাড়ির সঙ্গে আড়ি।

অরি মিত্র