।খেদ।

টাক বলল, "চুল,
তুই মস্ত একটা ভুল
টাকের ওপর গজিয়ে আমায়
ভুললি রে বিলকুল!
পরগাছা তুই আমার খেলি
সুযোগ বুঝে উড়েই গেলি
দিয়ে অনেক গুল
মাথায় তোকে ধরেছিলাম
সেটাই আমার ভুল!"


অরি মিত্র