।কেউ পাবে না পার।

সিঁদুরে মেঘ দেখলে আমার
ভয় করে না আর;
কারণ, আমি বুঝেই গেছি
কেউ পাবে না পার!
রোগা, মোটা কেউ পাবে না
লম্বা, বেঁটে কেউ পাবে না
সামনে পিছে চতুর্দিকে
জমাট অন্ধকার--
দেখে দেখে এখন আমার
ভয় করে না আর;
কারণ, আমি বুঝেই গেছি
কেউ পাবে না পার!


অরি মিত্র