।কারণটা তার।
হাসি পেলেও হাসব না
কাশি পেলেও কাশব না
কান্না পেলেও কাঁদব না
ভালোমন্দ রাঁধব না
গলা খুলে হাঁচব না
নাচ পেলেও নাচব না
কাছে আসতে সাধব না
গল্পগাছা ফাঁদব না
কোনো ছাঁদে ছাঁদব না
দু-হাত দিয়ে বাঁধব না
না না এখন ধরো না
কারণটা তার করোনা।
অরি মিত্র