।যুগান্তর।
একদিন তোমার নিঃশ্বাস থেমে যাবে
আমিও পৃথিবীর ঘর ছেড়ে চলে যাব
আমার শরীর বেয়ে উঠে যাবে ঘাস
গরু ও ছাগলে মিলে খাবে বারোমাস ।
দালান-কোঠায় রক্তভোজী পেঁচার উল্লাসে
আমাদের ভবিষ্যৎ সন্ততিরা ভয় পাবে
সব কাজ ফেলে শশব্যস্ত জননী তখন
ভয়ার্ত শিশুর মুখে দেবে তার স্তন।
দিনকানা বক মাঠে সারাদিন খুঁটে খাবে মাছ
সব্জিক্ষেতে ঝরে যাবে আলু-মুলো-পেঁয়াজের গাছ
ভরদুপুরের রোদে শোনা যাবে ঝিঁঝিঁদের গান
অসহায় ঠানদিদি সারাদিন চুষে যাবে পান।
আমার শরীর বেয়ে উঠে যাবে ঘাস
গরু ও ছাগলে মিলে খাবে বারোমাস ।
অরি মিত্র