মনে পড়ে সেই একদিন যবে
ছিলাম সবার সাথে,
কে কবে কোথায় ছড়িয়ে পড়েছি
বাঁচার প্রচেষ্টাতে!
তবে কিনা আজো ভুলিনি তাদের
খালি-গায়ে আছে যারা--
এদেরই কি লোকে ছোটোলোক বলে
কিংবা বিত্তহারা!
যা বলে বলুক-- কী বা যায় আসে
প্রচারের সাতে-পাঁচে;
বাচাল ধূর্ত লোকেরা একটু
তলানি পেলেই নাচে!
জীবন একটা-- একবারই বাঁচা
বাকি সব বরবাদ;
হাতে হাত রেখে চলো যাই হেঁটে
জীবন জিন্দাবাদ।