।ঝরাপাতা।

ধারালো ছুরির নিচে কতক্ষণ স্থির থাকা যায়!
নিরীহ হৃৎপিণ্ড তিরতির করে কাঁপতে থাকে--
কিছুটা ভয়ে, কিছুটা বা বাঁচার চেষ্টায়!
ঈর্ষা, লোভ, ভালোবাসা  মাখামাখি হয়ে
চব্বিশ ঘণ্টাই ব্যস্ত থাকে সমুদ্রমন্থনে।

সূর্য সাক্ষী রেখে দিন আসে,
দিন চলে যায়।

যেমন চলে গেলেন
বাঙালির আর এক তারা
শ্রী দিব্যেন্দু পালিত।


অরি মিত্র