।যেতে দাও।

ছেড়ে দাও-- চলে যাক
                 যেদিকে যা যেতে চায়
মিছে মোহ, মিছে বেঁধে রাখা
তার চেয়ে ভালো এই চোখ মেলে থাকা
আকাশে তারারা হেসে কী কথা জানায়
প্রতিপদী ক্ষীণ-কটি চাঁদ
            পলে পলে জ্যোৎস্না হতে চায়
ভোরের দোয়েল পাখি শোনায় যে গান
লাউগাছ জাগে সেই গানের আশ্বাসে
ঠাকুমার পাকা চুল ঠাকুরদার তামাকের ঘ্রাণ
সবকিছু বেঁচে থাকে ধরণীর ঘাসে।

অরি মিত্র