বাসা বলেছিল: যেও নাকো।
পাখি বলে: আমি যাই,
মুক্ত আকাশে মেলে ডানা
ফিরে আসি এই ঠাঁই।
চাঁদ বলেছিল: হেসো নাকো।
আলো বলে: আমি হাসি,
তোমার মাধুরী ঢেলে আবার
এই বুকে ফিরে আসি।
গাছ বলেছিল: ঝরো নাকো।
ফুল বলে: ঝরে যাই,
তোমার সুরভি ছড়িয়ে বাতাসে
সঞ্চয় রেখে যাই।
নদী বলেছিল: যেও নাকো।
জল বলে: আমি যাই,
আঁকাবাঁকা পথে বয়ে যেতে যেতে
তোমার মহিমা গাই।