।যাবেন।

হাসতে হাসতে এসেছিলেন
কাঁদতে কাঁদতে যাবেন
যাওয়ার আগে দুহাত ভরে
যা খুশি তাই খাবেন!
ময়দা খাবেন আটা খাবেন
ধুমসো পাঁঠার পা-টা খাবেন
আর ক-টা দিন গেলে পরে
যাবেন, তিনি যাবেন।


অরি মিত্র