।ইতিকথা।

কেউ হয়েছে প্রিন্সিপাল,
কেউ হয়েছে গোপাল।

কেউ বাজাচ্ছে বেণু,
কেউ চরাচ্ছে ধেনু।

কেউ বাজে কেউ বাজায়,
কেউ সাজে কেউ সাজায়।

উলুখাগড়ার প্রাণ যায়,
যুদ্ধ রাজায় রাজায়!


অরি মিত্র