ইচ্ছে করে ইচ্ছে করে
যেতে তোমার সুখের ঘরে;
তোমার প্রাসাদ তোমার দালান
দুর্গপ্রাকার শক্ত খিলান
তোমার চাতাল তোমার পাতাল
দেখতে আমার ইচ্ছে করে!
ফুলের বাগান স্বপ্নকুঁড়ি
ঝুমকোলতার স্বর্ণঝুরি
থরে থরে থরে থরে
সাজানো সব তোমার ঘরে
আমার বড়ো ইচ্ছে করে
দেখতে আমার ইচ্ছে করে!