ফাইফরমাশ খাটতে আমার
ভালই লাগে,
তবু কেন মাঝে মাঝেই
কামান দাগে!
সাতসকালে বাজারে যাই
দোকান করি,
ফিরে এসে খাওয়ার জলের
বোতল ভরি।
পালং, বেগুন যাবতীয়
সব্জি কাটি,
তেমন তেমন রান্না হলে
মশলা বাটি!
স্কুলের থেকে ফেরার পথে
জিনিস কিনি--
স্নো-পাউডার, শীতের দিনে
কাবাব চিনি।
লেপ-কম্বল রোদ্দুরে দিই
সবার আগে,
তবু কেন মাঝেমাঝেই
কামান দাগে!