হারছ তুমি হারছি আমি
হারছে কাকা হারছে দাদা
হারছে বেঁটে হারছে ঢ্যাঙা
হারছে কালো হারছে সাদা।
হারছে বেকার হারছে হকার
হারছে তামাম বস্তিবাসী
হারছে কলের মজুরগুলো
হারছে গ্রামের গরিব চাষি।
তুমি আমি হারছি সবাই
কিন্তু সেটা বুঝছি কই!
সুযোগ বুঝে পেটমোটা সব
নেপোয় মেরে খাচ্ছে দই!