।গুবগুবি।

মন্ত্র জানলে মন্ত্রী
যন্ত্র জানলে যন্ত্রী
মন্ত্র জানলে জানা সহজ
কারা ষড়যন্ত্রী!

গদা হাতে সান্ত্রী
চতুর্দোলায় চেপে
যড়যন্ত্রী ধরে আনতে
ঘুরছে সকাল থেকে!


রাজা এবং মন্ত্রী
সঙ্গে অনেক যন্ত্রী--
মন্ত্র এবং যন্ত্রযোগে
খুঁজছে যড়যন্ত্রী!


।অরি মিত্র।