।ঘোড়ার ডিম।
মাইক্রো থেকে ন্যানো হল
মোবাইলের সিম
হিসেব সবই গুলিয়ে গেল
হাতে ঘোড়ার ডিম!
হাঁদা-ভোঁদা ঘুমিয়ে কাদা
পালিয়ে গেল ফেউ
একা একা ভাংড়া নাচা
সঙ্গতে নেই কেউ!
'বাঘের ঘরে ঘোগের বাসা'
উদবিড়ালের বাস
নাচতে নাচতে কোমর ব্যথা
সারা ভাদর মাস!
বকতে বকতে মুখে ফেনা
ভিজেই গেল গাল
হাজার টাকায় বাগান কেনা
লঙ্কাতে নেই ঝাল!
নিমের গাছে সিম ধরেছে
সিমের গাছে নিম
ঘোড়াশালে ঘোড়া নাচে
হাতে ঘোড়ার ডিম!
অরি মিত্র