।ফেসবুক।
ফেসবুকে
আছে ঝুঁকে
কাজে নেই মন তার
দেড় হাজার
ফলোয়ার
ফলো করে এন্তার!
সাদা-কালো
সবই ভালো
গেঁথে যায় মনটায়
হইচই
ভাজে খই
দেড় মন ঘণ্টায়!
অরি মিত্র