কিছুটা আকাশ কিছুটা বাতাস
সবখানে তার আলো
কিছুটা আড়াল কিছুটা প্রকাশ
সেই আমাদের ভালো।
কিছুটা বারণ কিছু না-বারণ
এই আমাদের চাওয়া
কিছুটা কারণ কিছু অকারণ
বাকিটুকু শুধু পাওয়া।
কিছুটা সকাল কিছুটা বিকাল
বাকিটা মাধবী রাত
তুমি আছো গানে জুড়ে সবখানে
বিছিয়ে দুখানা হাত।
কিছুটা ইচ্ছা কিছু অনিচ্ছা
বাকিটা মনের আশা
কিছু হেমন্ত কিছু বসন্ত--
এরই নাম ভালোবাসা।