।এমনি মোদের বরাত।
এমনি মোদের বরাত ওগো
এমনি মোদের বরাত,
মোদের গাড়ির টিকিটবাবু
ব্যোমশঙ্কর বরাট!
গাড়িঘোড়া চড়েন তিনি কিন্ত্ত
পথে আসেন না,
ঘুড়ি ওড়ান দিগ্বিদিকে কিন্ত্ত
ঘুড়ি কাটেন না!
এমনি মোদের বরাত ওগো
এমনি মোদের বরাত,
মোদের গাড়ির টিকিটবাবু
জংধরা এক করাত!
।অরি মিত্র।