।দুই উদারের গল্প।
উদার তুমি
উদার আমি,
দিচ্ছ তুমি
খাচ্ছি আমি।
উদার আমি
উদার তুমি,
বিকছি আমি
কিনছ তুমি।
উদার আমি
উদার তুমি,
নাচাই আমি
নাচছ তুমি।
উদার উদার
বিশ্ব রে,
কেউ রাজা
কেউ নিঃস্ব রে!
অরি মিত্র